মানুষের জীবন রহস্যে পরিপূর্ণ। আমাদের চাওয়া পাওয়ার মূল্য দিয়ে, আমরা অন্যকে বোঝার চেষ্টা করি।কিন্তু সবটুকু কি বোঝা যায়??? আমার মনে হয় না। কারণ আমার কাছে যা সহজ,অন্যের কাছে তা জটিল। পৃথিবীতে যতই সরলরেখার কমতি থাকুক,মনটাকে সরল রাখতেই হবে। আমরা আশাবাদী নিশ্চয়ই সফল হবো।❤️❤️❤️