বইতে পড়েছি সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। কিন্তু মানুষ তো সেখানে যাইনি। তাহলে আমরা জানলাম কী করে?
একসময় সত্যিই মানুষ জানত না। ফরাসি দার্শনিক অগুস্ত কোঁত বিশ্বাস করতেন বিজ্ঞানের একটা সীমারেখা আছে, সেটা বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন সূর্য বা অন্য নক্ষত্রেরা কী দিয়ে তৈরি তা জানা অসম্ভব। ‘নক্ষত্রদের রাসায়নিক গঠন কেমন করে আবিষ্কার করা যাবে তা আমরা কোনোদিনই জানতে পারব না,’ তিনি লিখেছিলেন। কোঁতের মৃত্যু হয় 1857 সালে, আর 1859 সালে জার্মানির হাইডেলবার্গে গুস্তাভ কিরশফ ও রবার্ট বুনসেন নক্ষত্রদের সম্পর্কে তাঁর এই কথাকে ভুল প্রমাণ করে দেন