আসলে আমরা দিন গুনতে পারিনা আমরা সংখ্যা গুণী, প্রতিবার স্মৃতি হাতড়ে বার করে আনতে চাই কিছু নির্দিষ্ট সংখ্যা...তারই মধ্যে কয়েকটা থেকে যায় আমাদের প্রিয় হয়ে আর কয়েকটাকে আমরা ভুলে যেতে চাই আজীবন কিন্তু শেষ অব্দি সেই অপ্রিয় সংখ্যাগুলোই আমাদের তাড়া করে বেড়ায়, অপেক্ষার কুয়াশায় ঢাকা পরে যায় সুখের তারিখ....
শুনতে থাকুন ঐন্দ্রিলা মুখোপাধ্যায় এর কলমে 'তারিখ'