At the beginning of the flood, when the water from the river starts flowing into the canals, a very beautiful scene is visible. Yesterday, I came home and after coming, I saw that the Yamuna river was filled with water. Only flood water is visible from all sides. Flood water has started flowing from the river into the canals. Every year, the flood comes at the same time, but this year the flood is coming a little earlier. Because you may know that floods occur in the month of Ashadh, but this is the month of Jaishtha, although we have reached the end of the month of Jaishtha. And in a few days, the month of Ashadh will start, then there will be sufficient water.
Although every year we are waterlogged due to floods, but this waterlogging also passes with great joy. Because when the flood comes, we travel in different types of boats. While traveling in boats, we have to pay attention to different aspects so that no accidents occur while traveling, so we have to be careful.
Many times, many accidents occur due to carelessness. Yesterday I saw the water coming in such a large stream that it was impossible for anyone to stand there, I saw some small children playing there, throwing some dirty paper from one side, which was moving to the other side due to the stream, and the children were enjoying it very happily. These are very enjoyable for children when children play with different things. Anyway, I am saying goodbye here today, I hope you like my video, if you like it, then definitely try to let me know by commenting, InshaAllah.
I am saying goodbye here today, see you in the next interesting post.
বন্যা শুরুতে নদী থেকে পানি যখন খাল বিলের মধ্যে আসা শুরু হয় তখন খুবই সুন্দর একটি দৃশ্য দৃশ্যমান হয়। গতকালকে আমি বাসায় এসেছি আসার পরে দেখলাম যমুনা নদী পানিতে ভরে গেছে চতুর্দিক থেকে শুধু বন্যার পানি দেখা যাচ্ছে, নদী থেকে বন্যার পানি খাল বলে আসা শুরু হয়েছে। প্রতিবছর একই সময়ে বন্যা আসে কিন্তু এবছর একটু আগেই বন্যা আসতেছে। কেননা আপনারা হয়তো জানেন আষাঢ় মাসে বন্যা হয় কিন্তু এইটা হচ্ছে জৈষ্ঠ মাস, যদিও জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলে এসেছি। আর কিছুদিনের মধ্যে আষাঢ় মাস শুরু হবে তখন পর্যাপ্ত পরিমান পানি হয়ে যাবে।
যদিও প্রতি বছর আমরা বন্যা আসার কারণে পানি বন্দি হয়ে থাকে কিন্তু এ পানি বন্দী হওয়াটাও অনেক আনন্দের সাথে কেটে যায়। কেননা যখন কান্না আসে তখন আমরা বিভিন্ন ধরনের নৌকা নিয়ে চলাচল করি। নৌকা নিয়ে চলাচল করার সময় আমাদের বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে যাতে করে চলাচলের সময় কোন দুর্ঘটনা না ঘটে তাতে কি আমাদের সতর্ক থাকতে হবে।
অনেক সময় দেখা যায় অসতর্কতার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। কালকে দেখলাম যে পরিমাণ স্রোতে পানি আসতেছে কোন মানুষ সেখানে দাঁড়ানো অসম্ভব, সেখানে দেখলাম কয়েকজন ছোট বাচ্চারা খেলা করতেছে একদিক থেকে কিছু ময়লা কাগজ ছেড়ে দিচ্ছে স্রোতের কারণে অপরদিকে চলে যাচ্ছে আর বাচ্চারা খুবই আনন্দের সাথে তা উপভোগ করতেছে। বাচ্চাদের কাছে এগুলোই অনেক আনন্দদায়ক যখন বাচ্চারা বিভিন্ন কিছু নিয়ে খেলা করতে থাকে। যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে আমাকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক আকর্ষণীয় পোস্টে।