Swastika

AshL - Death


Listen Later

জীবনের সবচেয়ে বড় সেই সত্যি যেটার থেকে পালানো কেবলমাত্র কঠিনই নয়, অসম্ভব। উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হলো সংক্রামক ভাইরাস ও ব্যাকটেরিয়া। এবং উন্নত দেশগুলোতে মৃত্যুর সবচেয়ে বড় কারন হল Heart Disease, Cancer, Obesity আর ওই বয়স বাড়ার ফলে সাধারণ মৃত্যু। death-clock.org বলে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট দাবি করে যে এ আপনার সঠিক মৃত্যুর দিন বলে দিতে পারবে।


কিন্তু যাইহোক, মৃত্যু অত্যন্ত মজার জিনিস। মানুষ একইভাবে পৃথিবীতে আসে, কিন্তু পৃথিবীর থেকে যাবার রাস্তা অনেক রকম। উইকিপিডিয়া আমাকে বলছে যে মানুষের ইতিহাসে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে নাকি কম করে 6 কোটি লোক প্রাণ হারিয়েছিল। আবার 1918 সালের ইনফ্লুয়েঞ্জা মহামারীতে নাকি কম করে দু কোটি লোকের মৃত্যু হয়েছিল। মানুষের মাথা এত লক্ষ কোটি বোঝেনা। মানুষ 1234 10 15 ইত্যাদি ছোট ছোট সংখ্যা বেশ ভালো বোঝে। কিন্তু এক কোটি 10 কোটি বা 100 কোটি মানুষ খুব একটা ভালো বোঝো না বা মানুষের মাথা 100 কোটি সংখ্যাটা কে মানুষের মনের কল্পনায় ভালোভাবে বাস্তবায়িত করতে পারেনা।

যদিও মৃত্যু হল একটি জীবনের অন্ত। এবং তার থেকে ফিরে আসার কোন পথ অন্তত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আদেও যাবে কিনা সন্দেহ।

...more
View all episodesView all episodes
Download on the App Store

SwastikaBy O/P