মানুষের evolution র একদম শুরুতে, মানুষ বাঁদরের মত ছিল, গাছে থাকতো, ফলমূল, বা কোনোদিন ভাগ্য ভালো থাকলে, খরগোশ টরগোশ খেয়ে বেঁচে থাকতো। জীবন খুব একটা বাজে কাটছিল না। চিতাবাঘ তখনো আসেনি, আর বেশিরভাগ বড়, মাংসাশী জীব যেমন, সিংহ, ম্যামথ, বুনো শুয়োর, কেউ গাছে উঠতে পারত না, তাই সেই বাদর মুখো মানুষ গুলোর কোনো ভয়ও ছিলনা, তো জীবন খুব ভালো চলছিল।
কিন্তু হঠাৎ করে পরিবেশে একটু পরিবর্তন এলো। গাছে কম ফল ফলতে শুরু করলো, মাটিতে যে ঘাস জন্মাত সেই ঘাসের দৈর্ঘ্য অনেক বেড়ে গেল, বৃষ্টি আর ঝড়ের পরিমান অস্বাভাবিক ভাবে বেড়ে গেল, তো গাছে থাকা হয়ে গেল basically কষ্টকর এবং ক্রমে অসম্ভব।
তাই গাছ ছেড়ে আমাদের পূর্বপুরুষকে নেমে আসতে হল বাস্তবের মাটিতে, কিন্তু এই নতুন বাস্তবে পা রাখা তাদের জন্য হয়ে গেল একটু কষ্টকর, এই নতুন বাস্তবে মাংসাশী ম্যামথ আছে, বুনো শুয়োর আছে, বাঘ আর সিংহ আছে, আর এই বড় বড় ঘাসের জগতে আপনি চার পায়ে চলার সাহস দেখাতে পারবেন না, আপনাকে আপনার মাথা একটু উচু করতেই হবে চারিদিক ভালোভাবে দেখার জন্য, আর তাই উঁচু হয়ে হাটতে গেলে আপনাকে দুপায় চলা তো শিখতেই হবে, যাতে সামনের দুটো হাত আপনার মুক্ত থাকে কোন threat র থেকে, কোনো শত্রু থেকে নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য, বা বড় বড় পাথর carry করার জন্য। আর রাতে ঘুমাবেন কোথায়, খালি মাঠে? কে জানে যে আপনার চোখটা একটু বন্ধ হল, একটা শব্দ শুনে আপনি পাশ ফিরে দেখলেন আপনার স্ত্রীর মৃতদেহ খন্ড খন্ড, আর তার উপর একটা বাঘ, মনে হয় না সেই মুহুর্তে আপনার খুব বেশি করার কিছু থাকবে, তাই না?