মন্দ ভালোয় দিশেহারা
একরোখা দিন লাগামছাড়া রুটিন ছোটায়
রাস্তা ছোটে হাজার দিকে
শহরজোরা এই ট্রাফিকের ছুটি কোথায়...।
ছুটির কথাই উঠলো যখন
দিন কাটিয়ে সূর্য্যি তখন দিব্বি দূরে
ভিড়ের ছোঁয়াচ লাগছে জামায়
রোদ্দুরে মন গল্প শোনায় এই দুপুরে
কি জানি কখন কোথায় কিযে হয়...
কি জানি কখন কোথায় কিযে হয়...
খেয়াল খুশির চলছে সময় ...।
বিকেল নামে পরের স্টপে
অল্প আলোর কফিশপে আড্ডা ঘনায়
ফ্লাইওভার এর শরীর জুড়োয়
হাওয়া তখন কাগজ কুরায় অবুজপনায়...।
হাওয়ার কথাই উঠলো যখন
টিমটিমে নিল দিচ্ছে তখন সন্ধে জ্বালে
ঘরফেরা লোক ক্লান্তি কুঁড়োয়
ঝিমধরা চোখ স্বপ্ন ওড়ায় কার্নিভ্যালে...।
কি জানি কখন কোথায় কিযে হয়...
কি জানি কখন কোথায় কিযে হয়...
খেয়াল খুশির চলছে এ সময় ...।
রাতের স্টপেজ নিওন ভেজা
বন্ধ বাজার ঘুম হেঁটে যায় রাস্তাদিয়ে
ফুটপাতও তার গল্প বলে
কেটলি ঘুমায় চায়ের স্টলে মুখলুকিয়ে ...।
ঘুমের কথাই উঠলো আবার
শহুরে রাত স্বপ্নে কাবার বাজবে অ্যালার্ম
অনেক দেখে একটু ভেবে
শহর আবার রওনা দেবে সকাল বেলা
শহর আবার রওনা দেবে সকাল বেলা
কি জানি কখন কোথায় কিযে হয়...
কি জানি কখন কোথায় কিযে হয়...
খেয়াল খুশির চলছে এ সময় ...
কি জানি কখন কোথায় কিযে হয়...
কি জানি কখন কোথায় কিযে হয়...।
---
Send in a voice message: https://anchor.fm/babulmir/message