ভগবানের নাম রূপ গুণ আর মহিমা এবং তার লীলা হচ্ছে অনন্ত। তা যতবারই শোনা যায় ততবারই মনে হয় যে আরো বেশি শুনতে চাই, কখনোই তা আমাদের অতৃপ্ত করে না। এই পডকাস্টটিতে ভগবানের সেই নাম রূপ গুন আর লীলা মহিমার বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। শ্রীল প্রভুপাদকৃত ভগবত গীতার ব্যাখ্যা, ভক্তিরসামৃতসিন্ধুর ব্যাখ্যা এবং অবশ্যই কিভাবে ভাল ভক্ত হতে পারবে সেই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে এই পটকাস্টটিকে অবশ্যই ফলো করুন। কেন জড় জগতের অবাঞ্ছিত বিষয়ে সময় নষ্ট করছেন? ভগবানের কথা শুনুন এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে তুলুন।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।