বিষাদের কোটি বছর কেউ আমায় নিতে পারেনিআমি শরীর দিয়েছি দেহ দিয়েছি কেউ মনটা ছুঁয়ে দেয়নি দিন গুনে গুনে ক্লান্ত আমি এখন আর তা করিনা সেসময়ের করা ভুল গুলোর পুনরাবৃত্তি করতে পারিনা আমার সাধের স্বপ্ন তিতা হয়ে গেলো গ্রহণ যোগ্য নয়মন খুলে না বললে নাকি আমার কথা বোধগম্য নয় ধরবো জীবন নাকি ধরবো তাহার হাত জীবন বরবাদ সবটাই এখন চলছে আপন গতিতে গল্পসুত্রে আমি বাদ জানলাম না কোন অপরাধে হয়েছিলাম অপরাধী এখন শুধু অঙ্ক মিলাই মিথ্যে স্বপ্নে ঘর বাঁধীকোনো একভাবে জীবন তো চলে যাবেপাওয়া না পাওয়ার এই ক্লান্ত আর কি ফিরে পাবে বিছানায় দেহ ছেড়ে কেদারায় পা, যা ইচ্ছে তাহাজার বছর ধরে বোনা স্বপ্ন এখন কিছুই না