শহরের এক কোনায় পড়ে রই আমি এক বন্ধ বই
দীর্ঘ নিঃশ্বাস এ স্তব্ধ হই মিষ্টি আচরনে খুদ্ধ হই
সঠিক করে লিখতে গেলে লেখার পাতা শূন্য
কল্পনাতে সবটাই আমার বাস্তবে তা অন্য
চার লাইনের কবিতার মূল্য কতটুকু হবে?
লিখেছি তো সমুদ্র পরিমাণ পড়েছিলে কবে
তবে গল্পের প্রতিটা লাইন রক্তক্ষয়ী আপন করে নিবে?
আমার দুটো কলম আর লিখার পৃষ্ঠা দিবে?
আমি জীবন যুদ্ধে লড়ব কতটা গড়বো নিজেকে আজ
আমার দেওয়া রেশমি চুড়িতে সেজে তোমার কিসের কাজ
আমার দেওয়া নিল শাড়িতে কোমরে গুঁজে সাড়ে সাতটা ভাঁজ
আমি ছিলাম রাক্ষুসে, কোন শান্ত নদীতে ডুবাচ্ছ নিজের লাজ
মন খুলে বলতে পারো , মিথ্যে হাসিতে হাত ধরতে পারো
নিজেকে দেখিয়ে গল্প লেখিয়ে ছলনা এমন কিভাবে করো
আমার তোমাকে বুঝা নাকি তোমার আমাকে খোঁজ বড়?
আকাশটা মেঘলা বইছে বাতাস বৃষ্টির সাথে হতে পাড়ে ঝড়ো
আমায় উপহারে একটা জরাজীর্ণ থালা উপহার দিও
নিঃস্ব হবো ধুলোয় মিশে যাবো, নিচু চোক্ষে নজর আর তিরস্কার পুরস্কার দিও
চলে যাবার আগ্ মুহূর্তে সতেরো মিনিট অপেক্ষা করে গল্পের বইটা নিও
গল্পের শেষ পারা তে তোমায় ভীষণ ভালবাসি লিখা আছে ঐটা বাদে সর্ম্পূণ তোমায় ভেব প্রিয়