নদীতে ভাসছেন? ভাসেন সমস্যা নেই তবে নিজেকে ভাসিয়ে দেওয়ার আগে জেনে রাখেন নদীর ধর্মই কিন্তু ভাসানো ওকে যতই আপনি ভালোবেসে ওর মাঝে নিজেকে ডুবিয়ে দেন না কেন সে কিন্তু সুযোগ পেলে আপনাকে ঠিকই ভাসিয়ে নিয়ে যাবেই। নদী নিজের শান্ত শীতল সময় সময় আপনাকে এমন অনুভূত করাবে যেন ওর থেকে শান্ত কিছুই নেই কিন্তু পরিশেষে যখন ওর মনে ঝড় উঠবে তখন আপনাকে ভাসিয়ে উড়িয়ে নিতে দ্বিধাবোধ করবে না সুতরাং নিজেকে সামলানোর নিজেকে কোথাও একটা আটকে রাখার পুরোপুরি ভেসে যাওয়ার আগে কোথায় নিজেকে রক্ষা করবেন সেটা ভেবে রাখুন। ঋতু ভেদে নদী আপনাকে বিভিন্ন প্রাকৃতিক রূপ আপনাকে দেখাবে , আপনাকে দেখাবে তার অপরূপ শূন্দর্যসুতরাং মনে রাখবেন নদী মাত্রই নদী নদীর মাঝে আপনি কখনোই ভূমির ভূমিকা লক্ষ করবেন না যদি লক্ষ করেন ও সেটা ক্ষণিকের জন্য। অবশ্যই নদী আপনাকে ভাসাবা। পরিস্থিতি ক্রমে আপনাকে সে ভাষাতে না পারলে নিজেই ভেসে যাবে আপন গন্তব্যে মানুষ ভালবাসুন মানুষকে ভালবাসুন নিজেকে ভালবাসুন ভালবাসতে শিখুন ধ্বংসের ঠিক আগ মুহূর্তে নিজেকে সামলে নেওয়ার প্রস্তুতি রাখুন 💟Collected from My Own Collection