আমার ভুলে ভরা ব্যর্থতার গল্পে তোমার মন ভরেনি
তোমার প্রতি অগাধ ভালোবাসার চোখের জল তোমার চোখে পড়েনি
তোমার চোখ খুঁজেছে প্রাচুর্য, আর ঝলমলে নতুন দিগন্ত
আমার ছিল না কিছুই, শুধু ছিল সরল ভালোবাসা অনন্ত
দিন পঞ্জিকায় তারিখ বদলাচ্ছে নিয়মিত, তবু তুমি কথা রাখোনি
কথা ছিলো পাশে থাকবে,কথা দিয়ে তুমি পাশে থাকোনি
আকাশ আমার সাধ্যের বাইরে ছিল, ছুঁতে চেয়েছিলাম তোমাকে
প্রবল পিছুটান চেষ্টায় ক্লান্ত, খেয়াল করেনি কেউ চুপ করে থাকাকে
অনুভূতিরা ছোটাছুটি করেছে প্রচুর, নৈকট্য হবে না অনুমতি বিহীন
আত্মসম্মান সকলই ধুলোয় মিশে হয়েছে বিলীন
কাফনের কাপড় জড়িয়ে, হারাতে চাই পৃথিবী ছেড়ে
কমছে কমছে ভেবে, অপেক্ষায় কষ্ট যাচ্ছে বেড়ে
আজ না হয় জিতে যাবো কাল, গ্রীষ্ম থেকে শীত কাল
কথার আঘাতে কলিজা থেকে ঝরছে রক্ত গারো লাল