সে অন্য কারোর তবুও সে আমার সাথে নিজেকে জড়িয়ে থাকে
আমার মন খারাপের ভালো মন্দের দিন রাত্রির খেয়াল সে রাখে
তাকে আমি এক মুহূর্তের জন্য ও ভালোবাসি না তবুও সে আমার মন তালিকার সু উচু অবস্থানে থাকে
সে আমার কেউ না, আমিও তার কেউ না দীর্ঘ অর্ধ শতক তাকে আমি না দেখেই ভালোবেসেছি সে আমায় অবহেলায় রাখে
যেন আমি নিঃশ্বাস আটকে এলেই তাকে খুজতে থাকি আর সে আমায় মিথ্যার মায়াজালে আটকে রাখে
তাকে আমি ভালবাসিনা কিন্তু আমার অবচেতন মন তাকে সময় অসময়ে মায়াবী বলে ডাকে
যেন আমি তাকে আমার বিশ্বাসের তালিকায় শীর্ষে রাখী পৃথিবীর সবচাইতে বড় বিশ্বাস ঘাতক জেনেও
সে আমায় মুক্তি দেয়না সে আমায় একা থাকতে দেয়না আমার সবটা জেনেও গল্পের ইতি টেনেও
আমার ভালো মন্দের হিসেব তার ডায়রীর পাতায় নেই তবুও কোন অংকের গরমিল এ আমি রইলাম বিয়োগের মাত্রায়
পাশে হেঁটেছে কাধে মাথা রেখে চুপ করে থেকে মনে গুঁজে রেখে যন্ত্রণা দিয়ে গেসে জীবন যাত্রায়
সে আমাকে বিষ ও খেতে বলে আবার বেঁচে ও থাকতে বলে
সে আমাকে দিন রাত্রি দুরালাপনিতে সঙ্গ দেয় কিন্তু সে নিজের ইচ্ছাতেই অন্যের সনে চলে