শহর ভিজিয়ে বৃষ্টি এলো মৃত গাছ গুলো প্রাণ ফিরে পেলো তবুও তুমি এলে নাকাঠ ফাটা রোদ এসে সব সুকালো তবু তোমার মনে আমার জন্য জমা অভিমান ফুরালো না আমি একান্ত নিরবে বসে তোমায় ভাবছিতোমার কি আমার কথা পড়ছে না মনেহাজার বসন্ত কেটে গেলো তোমার আশায় তবু কাশ ফুল ফুটলে না তোমার মনে?এই তুমি কি সেই তুমি যে আমায় ভালোবাসেএই তুমি কি সেই তুমি যে মন খারাপে আমায় কাছে চায়যে তুমি বৃষ্টিতে ভিজতে আমায় পাশে চাইতেআমার লেখা বিশ্রী গান কোকিল কণ্ঠে গাইতে তবে কোথায় আজ সেই সুর হারালোতোমার আমার দূরত্ব আজ বহুদূর কোথায় তুমি হারালেতোমার চোখে চোখ রাখতেই আমায় তুমি বুঝতে তবে আজ হাজারো চিতি লিখি তোমার পানেএকটার ও জবাব আসে না আছো তুমি কোন সে আড়ালে তোমার বাড়ির পথ ধরে হাটি না আমি আর যদি দেখা হয়ে যায় যদি দেখি হাত ধরে তুমি আজ যার জানি সবই মিথ্যে কল্পনা আমার বিশ্বাস করি না কিছু আমি আবার হাঁটবো তোমার পিছু ফিরিয়ে দাও অথবা যাই করো আর