Speech By Johan

Keu Amake Chailo Na to | Johirul Islam Johan


Listen Later

এই শহরে কত প্রেয়সী দেখলাম যে আমায় চাইলো কেউ আমার সুঠাম দেহ কেউ রূপ টাই চাইলো কেউ চাইলো আমি তার দায়িত্ব নেই যত্ন নেই অল্প তেই কেউ আমার নাম ডাক চাইলো কিন্তু আমার পাশে কেউ নেই কেউ তো আবার অর্থ ভোগী মিথ্যে আশায় রাত্রি জাগি শান্ত আমায় সবাই চাইলো মানলো না আমি ভীষন রাগী কেউ চাইলো কবিতার লাইন কেউ চাইলো মিষ্টি গানের সুরচলার পথে অনেক দেখেছি আজ অভিনেত্রী সব বহুদূর কেউ চেয়েছে যেন মধ্য রাতে ভালোবাসি চেয়েছে চরম সুখ মন খারাপে কেউ আসেনি পাশে নাই বললাম বাকি টুক তবে সুযোগ সন্ধানী রমণীর ভিড়ে এসেছিল কিছু নারী যারা ভালবেসেছিল দীর্ঘ সময় অভিনয় প্রমাণিত তাড়াতাড়ি তবেই এই ধরনীতে প্রাপ্তির লাইন লিখবো আমি কবে নাকি নীল আকাশের মাঝে আমার কষ্ট কালো মেঘ হয়ে রবে কিন্তু গল্পের তো এখনও হয়নি শেষ সবটাই যেন শুরু একান্ত আপন হলো না কেউ ভেতরটা শুকিয়ে মরুরঙিন আলোর ভিড়ে দেখলাম কত মুখসী অভিনয়ে তারা পটু নিজের প্রয়োজন যেই মিটে গেল অমনিতেই অপবাদ কথা শুনালো কটুবৃষ্টিতে ভেজা শীতের সকাল গ্রীষ্মের তাপে পুড়লাম আমি কত স্বার্থের টানে এসেছে অনেকে কই কেউ আমাকে চাইলো নাতো

...more
View all episodesView all episodes
Download on the App Store

Speech By JohanBy Johirul Islam Johan