আমাকে যে ছেড়ে চলে গেছে, নিজের ইচ্ছে মতই ছেড়ে চলে গেছে। আমার যাবতীয় চাওয়া-পাওয়া উপেক্ষা করেইসে আমাকে একা করে চলে গেছে। যদি পরিমাপ করে, নির্দিষ্ট করে ভালবাসতে পারতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম তাকে পাওয়ার জন্য তার দৃষ্টিতে আমি কতটা অযোগ্য ছিলাম।আমার বক্তব্য মতে এই ভুবনে বা এই পৃথিবীতে কোন পুরুষই ত্রুটিহীন প্রেমিক নয়। আর সেই দিক থেকে হিসেব করলে আমি এক মূল্যহীন, দু'পয়সার যুবক কেবলি। সেই মানুষটিকে হাজার পয়সার যত্ন মাখিয়ে রেখে দিতে পারিনি। তবে তাকে হাজার টাকার যত্নে মাখিয়ে রাখতে পারিনি বলে, নিজেকে ছোট মনে করিনা। কারণ যাকে হাজার টাকার যত্নেই মাখিয়ে রাখতে হবে, তাকে কি আর ভালোবাসা হলো?