সিদ্ধান্ত তো অনেক আগেই কবুল করে নিয়েছি হ্যা আমি তোমার সত্য মিথ্যা সবটাই মেনে নিয়েছিনিজের ইচ্ছা মাটি দিয়ে অনেক দূরে রেখে এসেছিনিজের সবটা ভুলে গিয়ে তোমাকে ভালোবেসেছি কিন্তু পথ তো ফুরিয়ে এসেছে, দিন শেষে কি পেয়েছি হিসেব তো রাখিনি চুপ করে থেকেছি নিজের সবটা দিয়েছি কিন্তু বিশ্বাস করো তোমায় ভেবে নিঃশ্বাস হয় বড় দূর থেকেই দেখে গেসি কোথায় যাচ্ছ কখন কি করো আমি নিরব দর্শক চুপচাপ বসে দেখিকাগজ কেনার অর্থ নাই মনের দেয়ালে লেখি