
Sign up to save your podcasts
Or


আমি গোলাপ কে নয় আমি ভালবাসি সেই হাতকে যেই হাত আমায় গোলাপ দিতে নিজে এগিয়ে আসে আমি সেই মনকে ভালোবাসি যেই মন নিজে থেকে আমার কাছে দৌড়ে ছুটে আসে আমি হয়তো এই বয়সে আর কখনোই ফিরে আসবো না তবুও আমি বলতে চাই নতুন কাউকে ভালবাসবো না তার চোখের কোনের হাসির জল আমি দেখতে ভালবাসিহ্যা জানি সেই হাসির কারণ আমি না আমি তার পায়ের জুতো ছিলাম না তবুও সে আমায় লম্বা সময় যত্নে তুলে রেখে ইচ্ছে হলেই পায়ে মারাত তাকে দেখলেই তাকে ভাবলেই আমার নেশা নেশা অনুভূত হতো তাকে দেখে বুক জ্বলে উঠতো যখন অন্যের পাশে দাড়াত তার সাথে মিলে দেখা স্বপ্ন সে নিমিষেই ভুলে দূরে কোনো এক পাড়ার বেশি ওয়ালার বাঁশির সুরে হয়েছিল মুগ্ধ আমার কর্কশ কন্ঠে গাওয়া গান শুনে মিথ্যে অভিনয়ে আমায় বুঝাতো এখন আমায় ছেড়ে পালিয়েছে করে আমার সনেই যুদ্ধ তার হাতের তুরীর আওয়াজ যত না দ্রুত হাওয়ায় বিলীন হয় তার থেকেও দ্রুত তার মন থেকে বিলীন হয়েছিলাম আমি তবুও আজ মন খারাপে কষ্ট পাইনা শুধু হটাৎ যখন বৃষ্টি নামে শুকিয়ে ফেটে যাওয়া কলিজা ভিজাতে বৃষ্টিতে নামি
By Johirul Islam Johanআমি গোলাপ কে নয় আমি ভালবাসি সেই হাতকে যেই হাত আমায় গোলাপ দিতে নিজে এগিয়ে আসে আমি সেই মনকে ভালোবাসি যেই মন নিজে থেকে আমার কাছে দৌড়ে ছুটে আসে আমি হয়তো এই বয়সে আর কখনোই ফিরে আসবো না তবুও আমি বলতে চাই নতুন কাউকে ভালবাসবো না তার চোখের কোনের হাসির জল আমি দেখতে ভালবাসিহ্যা জানি সেই হাসির কারণ আমি না আমি তার পায়ের জুতো ছিলাম না তবুও সে আমায় লম্বা সময় যত্নে তুলে রেখে ইচ্ছে হলেই পায়ে মারাত তাকে দেখলেই তাকে ভাবলেই আমার নেশা নেশা অনুভূত হতো তাকে দেখে বুক জ্বলে উঠতো যখন অন্যের পাশে দাড়াত তার সাথে মিলে দেখা স্বপ্ন সে নিমিষেই ভুলে দূরে কোনো এক পাড়ার বেশি ওয়ালার বাঁশির সুরে হয়েছিল মুগ্ধ আমার কর্কশ কন্ঠে গাওয়া গান শুনে মিথ্যে অভিনয়ে আমায় বুঝাতো এখন আমায় ছেড়ে পালিয়েছে করে আমার সনেই যুদ্ধ তার হাতের তুরীর আওয়াজ যত না দ্রুত হাওয়ায় বিলীন হয় তার থেকেও দ্রুত তার মন থেকে বিলীন হয়েছিলাম আমি তবুও আজ মন খারাপে কষ্ট পাইনা শুধু হটাৎ যখন বৃষ্টি নামে শুকিয়ে ফেটে যাওয়া কলিজা ভিজাতে বৃষ্টিতে নামি