Speech By Johan

Boshonter Dinee | Johirul Islam Johan


Listen Later

বাহারি রঙের নামে , রং শূন্য সাদাকালো খামে অনেক কিছুর মধ্য থেকে বেছে নিলাম অল্প দামে ঘুম থেকে উঠে চোখ মুছে তাকিয়ে ডানে বামে লম্বা একটা হাই তুলে জানালায় গিয়ে চোখটা থামে দরজায় কে যেন করা নাড়ছে চিঠি এসেছে আমার নামে খাটের পায়ায় হোচট খেয়ে দৌড়ে গিয়ে নিয়ে নিলাম অল্প দামে এ কেমন বিপদ কে লিখেছে নাম লিখেনি কিভাবে বুঝতাম জানলে হয়তো আকাশ পরিমাণ খুশি হতে পারতাম এখন আমি এই চিঠিটার জবাব কবে কাকে দিবো?কার কথা ভেবে কল্পনায় বাস্তবের অনুভূতি নেব? সাদা খামের ভেতর হলদে কাগজ স্পষ্ট বোঝা যাচ্ছেকেমন যেন প্রিয় কারো গায়ের গন্ধ আসছে না না বুঝতে এখনো পারিনি চেষ্টা তবু চলছে আমাকে জিজ্ঞেস না করে নিজে কেমন আছে বলছে প্রশ্ন হিসেবে আমায় জিজ্ঞেস করেছে জীবন কেমন চলছেজীবন আমার দু চাকার ঠেলা গাড়ি ধাক্কার উপর চলছে লিখাতে তার আমার প্রতি জমেছে প্রচুর দাবি যেন আটক গেছে লোহার তালায় জীবন আমার কাছে চাবি বাকি অংশে বিশাল দীর্ঘশ্বাস জীবনটা যেন জীবিত লাশ বাহিরে বইছে দমকা হাওয়া ভালই হবে বিরাট জলোচ্ছাস

...more
View all episodesView all episodes
Download on the App Store

Speech By JohanBy Johirul Islam Johan