
Sign up to save your podcasts
Or


আমি ঠিক আছি কিন্তু আমার মন টা.... হা হা আমি ঠিক আছি কিন্তু প্রিয় সেই গান টা .... যাইহোক সময় অল্প নিজের লেখা পুরাতন সকল গল্পছিল কঠিন যায় সময় নাকি খুব ভালো ছিল ওগুলো ছিল রঙিন তীব্র কষ্টে মেঘ গুলো ঝরে পড়ে বৃষ্টির রূপ ধারণ করে ইচ্ছে করে ক্ষমা প্রার্থনা করি চুপি চুপি মনটা বারণ করে বিষাক্ত নগরীতে করছি বসবাস নিঃশ্বাস নিতেও হয় কষ্ট গোছালো জীবন তুলে দিয়েছিলাম যার হাতেসেই করেছে স্ব যত্নে নষ্ট এখন অপবাদের তালিকায় রাখবো কাকে শীর্ষে মনের আকাশে প্রচুর গর্জন বাহিরে অল্প মাত্রায় বর্ষে যার আমাকে প্রয়োজন সে যেকোনো মূল্যে আমাকে খুঁজে নিবে যার প্রয়োজন নেই সে ডায়রীর পাতার মতো ছিঁড়ে ফেলে দিবে আমি তো রাস্তায় পড়ে থাকা কুকুর নই যে আমায় দেখে মায়া হবে?যে বিচ্ছিন্ন আমায় দেখে কেউ বুকে টেনে নিবে
By Johirul Islam Johanআমি ঠিক আছি কিন্তু আমার মন টা.... হা হা আমি ঠিক আছি কিন্তু প্রিয় সেই গান টা .... যাইহোক সময় অল্প নিজের লেখা পুরাতন সকল গল্পছিল কঠিন যায় সময় নাকি খুব ভালো ছিল ওগুলো ছিল রঙিন তীব্র কষ্টে মেঘ গুলো ঝরে পড়ে বৃষ্টির রূপ ধারণ করে ইচ্ছে করে ক্ষমা প্রার্থনা করি চুপি চুপি মনটা বারণ করে বিষাক্ত নগরীতে করছি বসবাস নিঃশ্বাস নিতেও হয় কষ্ট গোছালো জীবন তুলে দিয়েছিলাম যার হাতেসেই করেছে স্ব যত্নে নষ্ট এখন অপবাদের তালিকায় রাখবো কাকে শীর্ষে মনের আকাশে প্রচুর গর্জন বাহিরে অল্প মাত্রায় বর্ষে যার আমাকে প্রয়োজন সে যেকোনো মূল্যে আমাকে খুঁজে নিবে যার প্রয়োজন নেই সে ডায়রীর পাতার মতো ছিঁড়ে ফেলে দিবে আমি তো রাস্তায় পড়ে থাকা কুকুর নই যে আমায় দেখে মায়া হবে?যে বিচ্ছিন্ন আমায় দেখে কেউ বুকে টেনে নিবে