
Sign up to save your podcasts
Or


দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
By Rajarshi Pahariদুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,