আজ পৃথিবীর প্রায় সবাই কোন না কোন কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ব্যবহার করেন। ১৯৬৯ সালে মানুষ যখন চাঁদে গিয়েছিল - তখন পৃথিবীর বেশিরভাগ মানুষ কম্পিউটারের নামই শোনেনি। চাঁদের বুকে নামার যে লুনার মডিউল সেটা নিয়ন্ত্রিত হয়েছিল কম্পিউটারের মাধ্যমে। আর সেই সময় তার মেমোরি ছিল মাত্র ৭৪ কিলোবাইট। এখন বাচ্চাদের একটা ছোট্ট খেলনাতেও কয়েক মেগাবাইট মেমোরি থাকে।
আজকের পর্বে অ্যাপোলো মিশন আট, নয়, দশ ও এগারো - এই চারটি মিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানুষ চাঁদের বুকে প্রথম পা রেখেছিল অ্যাপোলো-১১ মিশনে। নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স-এর নাম আমরা সবাই জানি। এই পর্বে আলোচনা করা হলো তাঁরা কীভাবে চাঁদে গিয়েছিলেন এবং কীভাবে নেমেছিলেন চাঁদের বুকে।