IS CRYPTOCURRENCY LEGAL IN INDIA : CRYPTO NEWS IN INDIA
WHY CRYPTOCURRENCY IS SO POPULAR?
Bitcoin or Cryptocurrency is a topic that has sparked our curiosity. In this podcast, I'll talk about several features of Bitcoin. Indeed, today many people want to invest in cryptocurrency Bitcoin and with the rise of home-based stock trading via different mobile apps, many will be unable to resist the seduction of various cryptocurrencies. We heard many elite communities in India have already invested in Bitcoin in order to expand their investment.
ভারতে কি ক্রিপ্টো কারেন্সি আইনসম্মত, ২০২১
ক্রিপ্টো কারেন্সি কেন এত জনপ্রিয় ?
বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এমন একটি বিষয় যা আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে । এই পডকাস্টে, আমি বিটকয়েনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলব ।
আসলে আজকে অনেকের মধ্যেই এই ইচ্ছা জেগে উঠেছে যে তারা বিটকয়েন কেনাবেচা করে তাড়াতাড়ি বড়লোক হবেন । আর এই প্যান্ডেমিকে ঘরে বসে শেয়ার ট্রেডিং এর সঙ্গে সঙ্গে বিটকয়েনের লোভনীয় হাতছানি অনেকেই হয়তো এড়িয়ে যেতে পারছেন না | এমনকি এটা দেখা গেছে যে, ভারতবর্ষের অনেক এলিট সম্প্রদায় মানুষ অনেকদিন আগে থেকেই বিটকয়েনে ইনভেস্ট করে বা টাকা ঢেলে বসে রয়েছেন তাদের ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য ।
বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে নিবেশ করা কি আইন সিদ্ধ ?
এই প্রশ্নটা অনেকের মনেই জেগে ওঠে । আসুন দেখে নিই কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি ।
বিটকয়েনের কনসেপ্টটা পৃথিবীজুড়ে আসার পর পৃথিবীর অনেক দেশ এটাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেয়; আবার কিছু দেশ এটার ওপরে একটা উদার মানসিকতা রাখে । এমনকি এমন দেশও রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সিকে সংজ্ঞায়িত করতে আইন নিয়ে এসেছেন, যেমন জাপান, মাল্টা, কানাডা, বাহামাস, এস্তোনিয়া, লাটভিয়া, ইস্রায়েল, মেক্সিকো, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, লাক্সেমবার্গ, স্লোভাকিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ।
ভারতবর্ষে কি বিটকয়েন আইন সিদ্ধ ?
ভারতবর্ষের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা দেশের মুদ্রার ওপর নিয়ন্ত্রণ করে ।
২৪শে ডিশেম্বর, ২০১৩ তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি সারকুলার দ্বারা বিটকয়েনের মতো "বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা" বা "ভার্চুয়াল মুদ্রা" এর ব্যবহারকারী, ধারকগণ এবং ব্যবসায়ীদের জন্য একটি সতর্কতা জারি করেছে, সম্ভাব্য আর্থিক, অপারেশনাল, আইনী, গ্রাহক সুরক্ষা এবং সুরক্ষা ঝুঁকি সম্পর্কে, যেটা তারা গ্রহণ করছে।
আমার এই পডকাস্ট শুনে যদি আপনাদের মনে কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা এই পডকাস্ট ইউটিউব ভিডিও এর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন এবং আমার বিভিন্ন পডকাস্ট গুলো বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সুরক্ষিত রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে নতুন নতুন পডকাস্ট গুলো আপনারা আবার পড়ে সতর্ক হতে পারেন ।
If you have any questions regarding cryptocurrency ban in India or invest in cryptocurrency after listening to my podcast, please leave them in the comments section of this episode's YouTube video. I'll do my best to respond. Protect yourself and your friends by sharing my several podcasts with them, and stay up to date by subscribing.
https://www.cyberchatterjee.com/
https://twitter.com/cyberchatterjee/
https://www.youtube.com/c/BivasChatterjee/
https://www.instagram.com/bivaschatterjee/
https://www.tumblr.com/blog/view/lets-bivas-fan
https://in.pinterest.com/bivaschatterjee/_saved/