
Sign up to save your podcasts
Or


প্রাজ্ঞ অতিথিদের সংক্ষিপ্ত পরিচয়
নাদিম ইকবালঃ কানাডিয়ান-বাংলাদেশী ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা। Canadian Broadcasting Company (CBC) তার নির্মিত "Mother Tongue" ছায়াছবি জুলাই ২০১৯ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত ১৮ মাস ধরে প্রদর্শন করেছে। এই চলচ্চিত্র পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত ৫১ টা পুরষ্কার ও সম্মাননা পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ Best Shorts Competition, California, Hollywood International Independent Doc Award, Dubai Festival। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছেঃ মাতৃভাষা, বিদ্যাভুবন, বসন্তের আড়ালে।
বিজন ইমতিয়াজঃ একজন পুরস্কার বিজয়ী বাংলাদেশী-আমেরিকান লেখক/পরিচালক/প্রযোজক। তিনি উপ-মহাদেশের সাংস্কৃতিকভাবে সর্বজনীন বিষয়গুলোর উপর ফোকাস করে থাকেন। ভেনিস, রটারডাম, সিয়াটল, সাংহাই, সিঙ্গাপুর, বুসান, মেলবোর্ন, ট্যাম্পেরে সহ আরও অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার কাজ প্রদর্শিত হয়েছে। বিজন ফিল্ম প্রোডাকশন/ডিরেক্টরিং উপর এমএফএ করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে । তিনি লস অ্যাঞ্জেলেসের মর্যাদাপূর্ণ ফিল্ম, টেলিভিশন এবং থিয়েটার বিভাগ থেকে স্নাতক। এ পর্যন্ত সাতটা ছবি পরিচালনার সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটাঃ Paradise, Beyond the Waves, Kingdom of Clay Subjects, One Eyed Man
আবু শাহেদ ইমনঃ দক্ষ বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা। তার প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নাই’ এ বছর বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত ছায়াছবি। তার নির্মিত ছায়াছবি মানহাইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ আরও বেশ কিছু উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত ও সমাদৃত হয়েছে। এ পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হচ্ছে : অপদার্থ, মিরকিউলিস, আড়াই মন স্বপ্ন, জালালের গল্প। আবু শাহেদ ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক। তিনি তারপর সিডনি ফিল্ম স্কুল, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন। তা ছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সরকার থেকে সম্মানজনক বৃত্তি অর্জন করেছিলেন। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের একজন ফ্যাকাল্টি সদস্য হিসেবে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন।
By Quazi Hassanপ্রাজ্ঞ অতিথিদের সংক্ষিপ্ত পরিচয়
নাদিম ইকবালঃ কানাডিয়ান-বাংলাদেশী ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা। Canadian Broadcasting Company (CBC) তার নির্মিত "Mother Tongue" ছায়াছবি জুলাই ২০১৯ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত ১৮ মাস ধরে প্রদর্শন করেছে। এই চলচ্চিত্র পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত ৫১ টা পুরষ্কার ও সম্মাননা পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ Best Shorts Competition, California, Hollywood International Independent Doc Award, Dubai Festival। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছেঃ মাতৃভাষা, বিদ্যাভুবন, বসন্তের আড়ালে।
বিজন ইমতিয়াজঃ একজন পুরস্কার বিজয়ী বাংলাদেশী-আমেরিকান লেখক/পরিচালক/প্রযোজক। তিনি উপ-মহাদেশের সাংস্কৃতিকভাবে সর্বজনীন বিষয়গুলোর উপর ফোকাস করে থাকেন। ভেনিস, রটারডাম, সিয়াটল, সাংহাই, সিঙ্গাপুর, বুসান, মেলবোর্ন, ট্যাম্পেরে সহ আরও অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার কাজ প্রদর্শিত হয়েছে। বিজন ফিল্ম প্রোডাকশন/ডিরেক্টরিং উপর এমএফএ করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে । তিনি লস অ্যাঞ্জেলেসের মর্যাদাপূর্ণ ফিল্ম, টেলিভিশন এবং থিয়েটার বিভাগ থেকে স্নাতক। এ পর্যন্ত সাতটা ছবি পরিচালনার সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটাঃ Paradise, Beyond the Waves, Kingdom of Clay Subjects, One Eyed Man
আবু শাহেদ ইমনঃ দক্ষ বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা। তার প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নাই’ এ বছর বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত ছায়াছবি। তার নির্মিত ছায়াছবি মানহাইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ আরও বেশ কিছু উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত ও সমাদৃত হয়েছে। এ পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হচ্ছে : অপদার্থ, মিরকিউলিস, আড়াই মন স্বপ্ন, জালালের গল্প। আবু শাহেদ ইমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক। তিনি তারপর সিডনি ফিল্ম স্কুল, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন। তা ছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সরকার থেকে সম্মানজনক বৃত্তি অর্জন করেছিলেন। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের একজন ফ্যাকাল্টি সদস্য হিসেবে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন।