৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেশ আগের থেকেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর দৃষ্টি ছিল নির্বাচনের দিকে। কিন্ত পঞ্চান্ন হাজার বর্গমাইলের ছোট দেশের নির্বাচন নিয়ে কেনো এতো আগ্রহ? এটা কি ভৌগলিক অবস্থান না-কি দেশটার ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা? নির্বাচনোত্তর বাংলাদেশ এখন কোন দিকে এগুচ্ছে? এ রকম সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন তিনজন বিশেষজ্ঞ। তাদেরকে আমি এক এক করে বার্ডস ভিউ’র ডিজিটাল মঞ্চে
ডেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো।
বিন আলম ন্যায় ও উন্নত বাংলাদেশের
স্বপ্ন ধারণ করে একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম
আলো ও মানব জমিন পত্রিকায় নিয়মিত বিশ্লেষণমূলক কলাম লিখেন। তার আগ্রহের বিষয়গুলো হলো
রাজনীতি, অর্থনীতি, ব্যবসা ও ক্রীড়া। তিনি সবার জন্যে সমান সুযোগ যাতে তৈরি হয়, সেই
ব্রত নিয়েও কাজ করে চলেছেন। বর্তমানে তিনি একটা আন্তর্জাতিক ব্যসসায়িক প্রতিষ্ঠানের
প্রধান নির্বাহী কর্মকর্তা।
জুনায়েদ হালিম --জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও
স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি পুনা ফিল্ম
অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারতে যান এবং সিনেমা সম্পাদনায় ডিপ্লোমা সম্পন্ন করেন। পরে তিনি ঢাকায় ফিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি শঙ্খনাদ (২০০৪), বৃত্তের বাইরে (২০০৯) এবং মায়া: দ্য লস্ট মাদার (২০১৯) চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ চিত্র সম্পাদক
বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
হক আখলাক হক বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন
বিভাগের অধ্যাপক। তিনি ১৯ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান ও লোক-প্রশাসন স্নাতক প্রোগ্রাম বিভাগের
পরিচালক। প্রফেসর হক একজন আন্তর্জাতিক স্বনামধন্য স্কলার
যিনি নেটওয়ার্ক অফ স্কুলস অফ পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NASPAA) এবং আমেরিকান সোসাইটি ফর পাবলিক
অ্যাডমিনিস্ট্রেশন (ASPA)
ন্যাশনাল কাউন্সিলের অধীনে
গ্লোবাল অ্যাক্রিডিটেশন কাউন্সিলে কাজ করেছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট
স্কলার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে