
Sign up to save your podcasts
Or


সৈয়দ মুজতবা আলীর কথায় বই কিনে কেউ দেউলিয়া হয় না। দেউলিয়া হবার প্রশ্ন এখন আর আসেই না কেননা, প্রযুক্তি মানুষের জীবনকে করে তুলেছে গতিময়, আর তার পাশাপাশি পুরোনো অনেক শখ এবং অভ্যাসকে দিয়েছে ভিন্ন গতি। তার মধ্যে আছে বই পড়া, বই কেনা ও বই উপহার দেওয়া। এমনকি স্কুল কলেজের পাঠ্য পুস্তক হিসেবে এখন পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাবহৃত হচ্ছে ইবুক। কিন্তু বইমেলার প্রসার কিন্তু তাতে কমেনি। লেখকেরা লিখছেন, প্রকাশকেরা প্রকাশ করছেন আর পাঠকেরাও পড়ছেন। বাংলাদেশ ও কলকাতায় প্রতি বছরই দুটো বড় আকারের বাংলা বই মেলার পাশাপাশি সারা দেশে বিভিন্ন মেলার প্রচলন হয়েছে।অমর একুশে গ্রন্থমেলা দেশের প্রধান বইমেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। বাঙালি সংস্কৃতিতে বই মেলা এখন প্রাণের মেলায় পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বাংলা সংস্কৃতির আরো অন্যান্য উপাদান। আর এই বই মেলা এখন বাংলাদেশের গন্ডী ছাড়িয়ে উত্তর আমেরিকার বিভিন্ন শহরেও উদযাপিত হচ্ছে অত্যন্ত আড়ম্বরতার সাথে।ডিসির বই মেলা তাদের অন্যতম একটি। বিশ্বজুড়ে বাংলা বই’ স্লোগানে ডিসি বইমেলা ২০২৩ উদযাপিত হতে যাচ্ছে আগষ্টের ২৬ এবং ২৭ তারিখে সারাদিন ব্যাপী।ডিসির বইমেলার গল্প কথা নিয়ে এবারের বার্ডস ভিউ টক শো এর আয়োজন।
By Quazi Hassanসৈয়দ মুজতবা আলীর কথায় বই কিনে কেউ দেউলিয়া হয় না। দেউলিয়া হবার প্রশ্ন এখন আর আসেই না কেননা, প্রযুক্তি মানুষের জীবনকে করে তুলেছে গতিময়, আর তার পাশাপাশি পুরোনো অনেক শখ এবং অভ্যাসকে দিয়েছে ভিন্ন গতি। তার মধ্যে আছে বই পড়া, বই কেনা ও বই উপহার দেওয়া। এমনকি স্কুল কলেজের পাঠ্য পুস্তক হিসেবে এখন পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাবহৃত হচ্ছে ইবুক। কিন্তু বইমেলার প্রসার কিন্তু তাতে কমেনি। লেখকেরা লিখছেন, প্রকাশকেরা প্রকাশ করছেন আর পাঠকেরাও পড়ছেন। বাংলাদেশ ও কলকাতায় প্রতি বছরই দুটো বড় আকারের বাংলা বই মেলার পাশাপাশি সারা দেশে বিভিন্ন মেলার প্রচলন হয়েছে।অমর একুশে গ্রন্থমেলা দেশের প্রধান বইমেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। বাঙালি সংস্কৃতিতে বই মেলা এখন প্রাণের মেলায় পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বাংলা সংস্কৃতির আরো অন্যান্য উপাদান। আর এই বই মেলা এখন বাংলাদেশের গন্ডী ছাড়িয়ে উত্তর আমেরিকার বিভিন্ন শহরেও উদযাপিত হচ্ছে অত্যন্ত আড়ম্বরতার সাথে।ডিসির বই মেলা তাদের অন্যতম একটি। বিশ্বজুড়ে বাংলা বই’ স্লোগানে ডিসি বইমেলা ২০২৩ উদযাপিত হতে যাচ্ছে আগষ্টের ২৬ এবং ২৭ তারিখে সারাদিন ব্যাপী।ডিসির বইমেলার গল্প কথা নিয়ে এবারের বার্ডস ভিউ টক শো এর আয়োজন।