Birds View 101

পর্ব ৮ঃ নারী ক্ষমতায়ন দেশে ও বিদেশে


Listen Later

নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া বিংশ শতাব্দীতে বলে গেছেন- ‘কন্যাগুলোকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও; নিজের অন্ন-বস্ত্র উপার্জন করুক।’ তবুও এই একবিংশ শতাব্দীতে এসেও নারীরা এখনো অনেক পিছিয়ে। সভ্যতা অনেক এগিয়েছে কিন্তু তারপরও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে।সাংবিধানিক ভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার দেয়া হলেও, আবার সেই সংবিধানের বিশেষ ধারায় নারীর সুযোগ সুবিধা সংরক্ষন করতে হয়। এই একবিংশ শতাব্দীতে এসেও নারীদের জন্য একটি দিবস পালন করতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, “পাখীর উড়তে গেলে যেমন দুটি ডানার প্রয়োজন ঠিক কেমনি তেমনি নারী জাতির অবস্থা উন্নত না হলে জগতের উন্নতি সম্ভব নয়।”টক শো বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলার এবারের আয়োজনে থাকছে নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু ভাবনা। এই পর্বের অতিথি হিসেবে থাকছেন কিছু বিশেষজ্ঞ ও কর্মী যারা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে অধ্যাপক সালমা আক্তার, ডঃ আফরোজা পারভীন ও ফারহানা হাফিজ এবং যুক্তরাষ্ট্র থেকে ডঃ নুসরাত আমীন ও ডঃ শাম্মী রহমান। আপনিও থাকুন আপনার সুচিন্তিত মতামত নিয়ে এই আয়োজনের সংগে। টক শো বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলা।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Birds View 101By Quazi Hassan