
Sign up to save your podcasts
Or


কালি পুজোয় মাঝে মাঝে মাল টাল খেয়ে পারার ক্লাবে বাওয়াল হলে, অথবা হাইওয়ে তে চরাই মালের ট্রাক ধরা পরলে কমলাপুর থানায় ফোন আসে এছারা আর কোনও কাজ নেই। ঠিক এরকম সময় একটা ফোন এলো, অফিসার মণ্ডল কল কানেক্ট করার পর একজন বয়স্ক মহিলা কোথা বলে উঠলেন। কয়েক মুহূর্তের জন্য অফিসার মণ্ডল বেশ বিরক্ত হয়ে ভাবলেন দু কোথা শুনিয়ে বলবেন রঙ নাম্বার কিন্তু তাদের ট্রেনিঙের সময় শেখানো হয়েছিল অনেক সময় মানসিক ভারসাম্যহিন বা ভয়ানক ট্রমায় হতভম্ভ হয়ে যাওয়া লোকজন ফোন করে অনেক সময় উলত পাল্টা বকেন কিন্তু তাদের আটকে দিলে অকস্মাতে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।
“হেল কমলাপুর থানা কন্ট্রোল রুম থেকে বলছি? আপনার কি কিছু সাহায্য দরকার? আপনার ঠিকানা দিতে পারবেন? " একটা ছোট্ট ফোন কল থেকে কি শুরু হতে পারে এক বিভীষিকাময় ঘটনার স্রোত।
By Rohosshyo Podকালি পুজোয় মাঝে মাঝে মাল টাল খেয়ে পারার ক্লাবে বাওয়াল হলে, অথবা হাইওয়ে তে চরাই মালের ট্রাক ধরা পরলে কমলাপুর থানায় ফোন আসে এছারা আর কোনও কাজ নেই। ঠিক এরকম সময় একটা ফোন এলো, অফিসার মণ্ডল কল কানেক্ট করার পর একজন বয়স্ক মহিলা কোথা বলে উঠলেন। কয়েক মুহূর্তের জন্য অফিসার মণ্ডল বেশ বিরক্ত হয়ে ভাবলেন দু কোথা শুনিয়ে বলবেন রঙ নাম্বার কিন্তু তাদের ট্রেনিঙের সময় শেখানো হয়েছিল অনেক সময় মানসিক ভারসাম্যহিন বা ভয়ানক ট্রমায় হতভম্ভ হয়ে যাওয়া লোকজন ফোন করে অনেক সময় উলত পাল্টা বকেন কিন্তু তাদের আটকে দিলে অকস্মাতে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।
“হেল কমলাপুর থানা কন্ট্রোল রুম থেকে বলছি? আপনার কি কিছু সাহায্য দরকার? আপনার ঠিকানা দিতে পারবেন? " একটা ছোট্ট ফোন কল থেকে কি শুরু হতে পারে এক বিভীষিকাময় ঘটনার স্রোত।