Exorcist সিনেমার কারণে সারা
বিশ্বে স্যাটানিক প্যানিক বা যে কোনও ঘটনাকে শয়তানের প্ররোচনায় ঘটেছে ভাবা শুরু
হয়ে গিয়েছিল। সত্তরের দশক থেকেই যেন সারা বিশ্বে প্যারানরমাল ঘটনা বেড়ে যেতে থাকে।
আমেরিকার ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য প্যারানরমাল ঘটনা Miami Aerospace Academy এর গণ পজেশন।
দিনের মতন এক রোদ ঝলমলে দিনে শান্ত স্কুলে হঠাৎ এমন কাণ্ডকারখানা হয় যাতে সবাই
বুঝতে পারে যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেদিন আসলে কি হয়েছিল?
সবাই কি সেদিন সত্যি possessed হয়েছিল? কেন তারা ক্লাসরুম ভাংচুর করেছিল?