গান্টার বীটস প্রথমে আমার কাছে উইকেড এর মত মনে হচ্ছিলো পরে বুঝলাম ভুল মনে হচ্ছিলো। দেন আমি বীটস চেঞ্জ করলাম। পিয়ানো ঢূকালাম তার পরো কেমন যেন ঠীক মনে হোছীলো না। আমি যখন ইউটিউব এ ভিডিও আপলোড করি তখন প্রথমে আমি কোন ভিউ পেতাম না দেন আমি কিছু কীওয়ার্ড সার্চ করা শুরু করি। আমি দেখলেম আমার ভিডিও লোকজন ভিউ করছে। আমি অবশ্য ইউটিউব মিউজিক রিসার্চার না। আমি মাইনলি মিউজিক মিউজিক রিসার্চার। তার পর ও আমার অনেকটা সমই ইউটিউব এ বেই হই। খুব বেশি ভিউ পাই টা ঠিক না। আসলে ভিউ নিয়ে আমার তেমন মাথা বাথা নাই। আমি যদি মিউজিক ভাল করি তাহলে আমার ভিউ এর দরকার নাই। এই গানটা আমি কিছুতেই ছন্দে আনতে পারছিলাম না। আমি কয়েকবার সুর চেঞ্জ করেছি। কোনটাই ভাল লাগছিল না। অনেকক্ষণ রেওয়াজ করলাম। সুর মিলছেনা। কি করি। কিচ্ছু মাথাই আসছেনা। কনকিছু ভাল লাগছেনা টেনশন বাড়ছে। কিছুক্ষণ থামিএ দিলাম। কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুতা পানি খেলাম। এই গানে আমি অনেকবার সুর চেঞ্জ করেছি। তার পরো আমার কাছে মনে হই কথাও যেন ফাকা আছে। আমি অনেকবার চেষ্টা করি ঠিক করার। অবশেষে সুরটা আমার পছন্দ হল। আমি যখন ভএজ নিয়ে কাজ করি তখন অনেক সমই লিড এর সাথে আসে না। ড্রামস এবং লিড আমি আগে করে রাখি। পরে আমি ভইজ করি। আমার কাছে এটি সুবিধা হই। তার পর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করি। আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক করি তখন আমার খুব মজা লাগে। এটার ফিলিংস একটু অন্যরকম। এটা শুধু বাড়তে থাকে। কমাতে চাইলেও কমানো যাইনা। আমি মেইনলি মিউজিক কম্পজ করি, ভোকাল দেই, সুর করি। এভ্রিথিং আমি নিজে করি। আইডিয়া গুলো যখন মাথাই আসে আমি পুরোটা লিখে ফেলি। সবকিছু সাজিয়া নি। তারপর শুরু করি। অনেক সমই হই কি আমি যখন কম্পোজ কোরতে বসি তখন আমার মাথাই কিছু থাকেনা। আমি যখন গান নিয়ে চিন্তা করি তখন আমি অন্য একটা জগত এ চলে যাই। ছোটবেলা আমি অনেক রবীন্দ্র সঙ্গিত শুনতাম। আমার ফেভারিট গান ছিল "বধু কোন আলো লাগলো চোখে"। গানটা আমি সবসময়ই গেতাম। আমার গলাই গানটা বেশ মানাত। আমার এক মামা ছিল গান পাগল। সারাদিনশুধু গান আর গান। আমাদের বাসাই যখন আসত তখন হারমুনি আর ডুগি তবলা নিয়ে বসত আর শুরু হত গান। মজার মজার সব গান।