মিউজিক এর আইডিয়া টা আমার মাথাই হটাত চলে আসে। আমার মিউজিক এর ধারা সাধারনত এরকম না। আমি মাইনলি রোমান্টিক মেলোডি ধারার মিউজিক করি। এই গানটা আমি অনেক দ্রুত করাছি। অনেকটা বলা যাই ২ থেকে ৩ দিনের ভেতরে। আমি জাস্ট মাথা থেকে গানের কথা এর সুর সরাতে পারছিলামনা। অন্য কনদিকে মনোযোগ দিতে পারছিলামনা। তাই গানটা অনেক দ্রুত কাজ করাছি। আমার ভেতর থেকে অনেক বাধা আসছিল জাতে গানটা আমি না করি কিন্তু শেষমেশ না করে পারলাম না।
আমি আসলে একটু চুপচাপ টাইপ গান গাইতে ভালবাসি। এই ধরনের গান আমি সাধারনত গাই না। কিন্তু ঐযে বললাম নিজেকে ধরে রাখতে পারিনি তাই।