Motorcycle tour of the night city — a different experience
The city is sleeping, but I am awake. With my beloved companion — my motorcycle and camera. When night falls after the hustle and bustle of a busy day, the city streets take on a different look. Tonight was a similar experience. I turned on the camera, set it with the helmet, and a tap on the motorcycle's start button. The night city began to be seen.
The streets of the city covered in light and darkness, the light coolness in the air, and the continuous roar of the engine — it was as if a solo concert was going on for me. The empty streets were waiting for me. No car horns, no traffic, only the silent spectacle of shadowy buildings and streetlights. The night city becomes a kind of poetry, without sound, only in feeling.
I went to the river bank. Standing on the bridge, I rotated the camera — the reflection of the lights swaying in the wind. Some trawlers, anchored in the distance. It was as if the hustle and bustle of the city had stopped here. It was like a scene from a movie, and I was a silent hero in that movie.
The gentle speed of the motorcycle took me through the alleys of the old city. Old posters on the walls, some alleys covered in fog, small tea shops on the side of the road – some still immersed in stories. The camera was silently capturing everything. I wanted to capture the magic created by the history, beauty, and silence of this city through video.
The most wonderful moment was when I stood in the middle of the city and was able to capture the entire skyline on camera. The thousands of lights spread over the city, as if they had descended to the ground. The life, love, hard work, everything in this city were cast in this light.
As the night continued to grow, the city seemed to get deeper. I slowly returned home on my motorcycle. But my mind remained in the heart of this silent, shadowy city. This night and this video will be a diary of memories for myself — where I was, my motorcycle was, and there was love for a silent city.
রাতের শহরের মোটরসাইকেল ভ্রমণ — এক অন্যরকম অনুভব
শহর তখন ঘুমোচ্ছে, কিন্তু আমি জেগে আছি। সাথে আমার প্রিয় সঙ্গী — আমার মোটরসাইকেল আর ক্যামেরা। ব্যস্ত দিনের কোলাহল শেষে যখন রাত নামে, তখন শহরের রাস্তাগুলো এক অন্যরকম রূপ নিয়ে ধরা দেয়। আজ রাতেও তেমনই এক অভিজ্ঞতা হলো। আমি ক্যামেরা চালু করলাম, হেলমেটের সঙ্গে সেট করে নিলাম, আর মোটরসাইকেলের স্টার্ট বাটনে এক টোকা। শুরু হলো রাতের শহর দেখা।
শহরের আলো-আঁধারিতে ঢাকা রাস্তা, বাতাসে হালকা শীতলতা, আর ইঞ্জিনের একটানা গর্জন — যেন একাকী কনসার্ট চলছে আমার জন্য। ফাঁকা রাস্তাগুলো যেন আমার জন্যই অপেক্ষায় ছিল। গাড়ির হর্ণ নেই, ট্র্যাফিক নেই, কেবল ছায়াময় ভবন আর পথবাতির নিঃশব্দ দর্শকতা। রাতের শহর এক ধরণের কবিতা হয়ে ওঠে, শব্দ ছাড়া, কেবল অনুভবে।
আমি চলে গেলাম নদীর পাড়ে। সেতুর উপর দাঁড়িয়ে ক্যামেরা ঘোরালাম — বাতাসে দুলছে বাতিগুলোর প্রতিচ্ছবি। দূরে কিছু ট্রলার, নোঙর করে রাখা। শহরের ভেতরের ব্যস্ততা যেন এখানে এসে থেমে গেছে। এ যেন এক সিনেমার দৃশ্য, আর আমি সেই সিনেমার এক নিঃশব্দ নায়ক।
মোটরসাইকেলের মৃদু গতি আমাকে নিয়ে চলল পুরনো শহরের গলিতে। দেয়ালে দেয়ালে পুরনো পোস্টার, কিছু কুয়াশায় ঢাকা অলিগলি, রাস্তার ধারে ছোট চায়ের দোকান – কেউ কেউ এখনও গল্পে মগ্ন। ক্যামেরা সবকিছু বন্দি করে নিচ্ছে নিঃশব্দে। আমি এই শহরের ইতিহাস, সৌন্দর্য আর নিশুতি মিলে তৈরি হওয়া যাদুটা ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাইলাম।
সবচেয়ে চমৎকার মুহূর্তটা ছিল যখন শহরের মাঝখানে দাঁড়িয়ে পুরো স্কাইলাইনটা ক্যামেরায় ধরতে পারলাম। শহরের উপরে ছড়িয়ে থাকা হাজারো আলো, যেন তারা নেমে এসেছে মাটিতে। এই শহরের জীবন, প্রেম, পরিশ্রম, সবকিছুর ছায়া পড়েছে এই আলোয়।
রাত যত বাড়তে থাকল, শহর যেন আরো গভীর হতে লাগল। আমি ধীরে ধীরে মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে ফিরলাম। কিন্তু মনটা রয়ে গেল এই নিস্তব্ধ, আলোছায়ার শহরের বুকেই। আজকের এই রাত আর এই ভিডিও আমার নিজের জন্যই এক স্মৃতির ডায়েরি হয়ে থাকবে — যেখানে আমি ছিলাম, আমার মোটরসাইকেল ছিল, আর ছিল এক নিঃশব্দ শহরের প্রেম।
https://youtu.be/tmC4L2sRyEU?si=fctgnV51PFoHmoec