ওহে বন্ধু...পাড়ার লোকে বলবে তোমায়
দোকলা নিয়ে যাস,
পাড়ার লোকে বলেরে ভাই দোকলা যাওয়া কাজের
আমি বলি নারে ভাই দোকলা নহে একলা চলো।
একলাই মরণ সাথী , একলাই দুঃখ সাথী।
হাসবে তুমি এমন করে
হাসাবে তোমায় এমন দরে।
নেবে লুটে তোমার ভাঁড়
দেবে তোমায় শুন্য গোয়াল ।
গরুর গোয়াল বড়ো একা ,
মানুষ যে তাহার বড়ো বোকা ।
জীবন তাহার ছন্দ মোহন
মানুষ যে এখন দোকা দোকা ।
তাইতো বলি শোনরে ভাই
যেওনা তুমি দোকা ।
দোকায় তোমার সর্বনেসে
দোকায় তোমার ভবঘুরে ।
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/epizy-news/message
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/epizy-news/support