যে কটা কথা❤️ :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: "এভাবে নিভেছে কথা, নিরবতা ছড়িয়েছে ধীরে, ভালবাসা পায়নি কেউ, হেরে যাওয়া মৃতের শরীরে।" আমাদের সব সময় কিছু কথা বাকি থেকেই যায়। বলতে পারিনা। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি, কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, যে কটা কথা আমাদের সব থেকে কাছের, আমাদের সব সময়, সেই সব কথা গুলো বাকি থেকে যায়। বলতে পারিনা। ভীষণ স্পর্ধার প্রয়োজন থাকে হয়তো, আমরা সব সময় সাহস করে উঠতে পারিনা। বলা হয় না।তবু আমরা কি চাইনা বলতে, হ্যা চাই। মনে প্রাণে চাই। সময় কোনো কোনো ক্ষেত্রে আমাদের হয়ে সবটা বলে দেয়। কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই... যে কটা কথা আমাদের সব কিছু দিয়ে বলার থাকে... আমাদের জীবনের কিছু পর্যায় গিয়ে বলে হয়ে ওঠে না। কিন্তু জানেন তো, জীবন খুব বড়ো নয়, কিন্তু মুহূর্ত গুলো অনেক বড়ো, যারা প্রতিনিয়ত জীবন টা কে বড়ো করে তোলে, তাই বলে দিতে হয়..... অভিমান অভিযোগ সব বলে দিতে হয়...ভালোবাসা সেটাও বলে দিতে হয়। কত মানুষ হারিয়ে যায়, আমরা সারাজীবন তাঁদের চিহ্ন খুঁজতে থাকি, মনের কথা গুলো বলব বলে, অথচ....তাঁদের কিন্তু বলতে পারিনি, ভরসা থাকলে, বিশ্বাস থাকলে প্রত্যেক টা মানুষ প্রত্যেকের কথা শুনবে.... কিন্তু বলাটা খুব জরুরি যে কটা কথা আমাদের সব থেকে কাছের .... আমাদের সব সময় চেষ্টা থাকে, না বলা কথা গুলো বয়ে নিয়ে জীবন কাটিয়ে দেওয়া। ভালোবাসার কথা, ভালো না বাসার কথা, ছেড়ে যাওয়ার কথা, জুড়ে থাকার কথা, হাতে হাত রাখার কথা, নিজের ইচ্ছের কথা, চাহিদার কথা, বেঁচে থাকার কথা, হেরে যাওয়ার কথা। এসব বলে ফেলতে হয়....... কত মানুষ হারিয়ে যায়, কথা শুনতে চেয়ে ছিল যারা, কত স্বপ্ন হারিয়ে যায়, সাথে থাকতে চেয়ে ছিল যারা.... যে কটা কথা আমাদের সব থেকে কাছের বলে ফেলতে হয়.....🌼 : Debajyoti Roy
Become a supporter of this podcast: https://www.spreaker.com/podcast/apadarthera-rojanamaca-bengali-story-and-poetry--6593287/support.