I hope you are all well and I am well too. Today I have come to you again with another new post. I am constantly sharing new posts with you, so that I can maintain the continuity. Today I have come to you to share a very beautiful videography of Abu Raihan, in which there is a very beautiful flower garden with Abu Raihan. Actually, this flower garden is a flower garden of your brothers' school. A lot of flower trees are planted here every year, especially in winter days, so many flower trees are planted here that it looks like a nursery. I have noticed that a lot of flower trees are planted here every year and because of these flower trees, the environment becomes much more beautiful and since the students are small, they get a lot of joy from seeing the flowers. I have observed another thing very well where young boys and girls like to pluck flowers, the students of this school do not pluck flowers because they know that if they keep them in a beautiful hand on the flower plant, they will spoil very quickly and the school has been able to teach them this very well, due to which they have been able to adapt themselves to the beauty of flowers despite being young and they do not want to tear the flowers from the plant in any way. This is a very good aspect, no matter how old the students are, if it is possible to make the children understand the good and bad aspects of something without forcing them, then they are much more attracted to that subject and they can adapt themselves to those subjects very easily. But I have observed very well that if they are ever forced to do something, they will do that thing more and more. Anyway, I had recorded a videography of Abu Raihan with this beauty of the flowers in the school garden. And I am sharing that videography with you. I hope you will like this videography very much. In fact, I always like spending time with all the children. Today I am not sharing much with you, like today, I will come up with a new post the next day.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় নতুন আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার ধারাবাহিকতা রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন পোস্ট শেয়ার করছি। আজকে আমি আপনাদের কাছে আবু রায়হানের খুবই সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম যে ভিডিওগ্রাফিতে আবু রায়হানের সাথে খুবই সুন্দর একটা ফুল বাগান রয়েছে। আসলে এই ফুল বাগানটা হচ্ছে আপনাদের ভাইয়াদের স্কুলের একটা ফুল বাগান এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো হয়ে থাকে প্রত্যেক বছর বিশেষ করে শীতের দিনগুলোতে এখানে এতটাই বেশি পরিমাণে ফুল গাছ লাগানো হয় যা দেখে মনে হবে যে এটা কোন একটা নার্সারি। আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক বছর এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগানো হয়ে যাবে আর এই ফুলের গাছের কারণে পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আর ছাত্রছাত্রীরা ছোট ছোট হবার কারণে তারা ফুল দেখে অনেক বেশি পরিমাণে আনন্দ পাই। আমি আর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি যেখানে ছোট ছেলে মেয়েরা ফুল ছিটকে পছন্দ করে ঠিক সেই জায়গাতে এই স্কুলের ছাত্রছাত্রীরা ফুল ছাড়ে না কারণ তারা জানে যে ফুল গাছে সুন্দর হাতে রাখলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই শিক্ষাটা দিয়ে স্কুল তাদেরকে খুব ভালোভাবে দিতে সক্ষম হয়েছে যার কারণে তারা ছোট হওয়া সত্বেও ফুলের সৌন্দর্যের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হয়েছে তারা কোনোভাবে ফুল গাছ থেকে ছিঁড়তে চায় না। এটা খুবই একটা ভালো দিক ছাত্রছাত্রীর বয়স কত ছেলেমেয়েদেরকে যদি কোন জিনিস জোর করব না করে সেই জিনিসের ভালো মন্দ বিষয়গুলোকে উপলব্ধি করানো সম্ভব হয় তাহলে তারা সেই বিষয়টাতে অনেক বেশি আকর্ষিত হয় এবং সেই বিষয়গুলোর সাথে তারা নিজেদেরকে খুব সহজে মানিয়ে নিতে পারে। কিন্তু তাদেরকে যদি কোনদিনই জোরপূর্বক করতে বলা হয় তাহলে তারা সেই জিনিসটাই বেশি বেশি করবে এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। যাই হোক স্কুলের বাগানের ফুলের এই সৌন্দর্যের সাথে আবু রায়হানের আমি একটা ভিডিওগ্রাফি ধারণ করে দিয়েছিলাম। আর সেই ভিডিওগ্রাফি টাই আসবে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি এই ভিডিওগ্রাফিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসলে সব ছেলেমেয়েদের সাথে সময় অতিবাহিত করতে আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। আজকের আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এই পর্যন্তই পরবর্তী দিনের নতুন পোস্ট দিয়ে হাজির হব।