I have always liked capturing natural scenes. That is why I capture natural scenes most of the time and try to share them with you. I always capture natural scene photography on my own blog and share posts with those photographs and ever since I joined this platform, my enthusiasm for capturing natural world photography has increased a lot. And ever since I got a platform to share this video, my desire to capture videos has increased a lot. I now capture videography and photography of natural scenes at the same time. To be honest, when I do two things at the same time, I don't have to struggle much but I have to use my experience a little better. I have noticed one thing very well that having experience is very important in capturing photography of natural scenes or anything else, the better the experience, the better the photography can be captured. We often think that the camera plays a very important role in capturing photography, but this idea of mine has been proven wrong since I started capturing photography myself. I have noticed that the more experience I have in taking photographs, the better I can take them and the more beautiful they become. Please let me know in the comments how you liked the videography I shared today. I look forward to your feedback.
প্রাকৃতিক দৃশ্য ধারণ করতে আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি বেশিরভাগ সময় প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা চালিয়ে যাই। আমি আমার নিজের ব্লগে সবসময়ই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ধারণ করে সেই ফটোগ্রাফি গুলো দিয়ে পোস্ট শেয়ার করে থাকি আর এই প্লাটফর্মে যখনই আমি যুক্ত হয়েছি তখন থেকে প্রাকৃতিক বিশ্বের ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে আমার অনেক উৎসাহ বৃদ্ধি পেয়ে গিয়েছে। আর যখন থেকেই এই ভিডিও শেয়ার করার মত প্ল্যাটফর্ম পেয়ে গেলাম ঠিক সেই মুহূর্ত থেকে আমার ভিডিও ধারণ করার ইচ্ছা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে আমি এখন একই সাথে প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ধারণ করে থাকে। সত্য কথা বলতে একই সাথে যখন দুইটা কাজ করি তখন আমাকে খুব একটা বেশি পরিমাণে কষ্ট করতে হয় না কিন্তু একটু ভালোভাবে নিজের অভিজ্ঞতা কি কাজে লাগাতে হয়। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি প্রাকৃতিক দৃশ্য অথবা অন্যান্য সকল কিছুর ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকাটা অত্যন্ত প্রয়োজন যার অভিজ্ঞতা যত ভালো রয়েছে সে তত সুন্দর করে ফটোগ্রাফি ধারণ করতে পারে। আমরা অনেক সময় মনে করে থাকি যে ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে বুঝি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে যখন থেকে আমি নিজে ফটোগ্রাফি ধারণ করতে শুরু করেছি। আমি লক্ষ্য করে দেখেছি যত বেশি পরিমাণে ফটোগ্রাফি ধারণ করার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকছে ঠিক ততটাই ভালোভাবে ফটোগ্রাফি ধারণ করা সম্ভব হচ্ছে আর ফটোগ্রাফি গুলো ততটাই বেশি পরিমাণে সুন্দর হচ্ছে। আমার শেয়ার করা আজকের এই ভিডিওগ্রাফি টা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।