শহরে ঘটে চলে একের পর এক হত্যাকান্ড!! খুনের প্যাটার্ন পুরো এক, এদিকে সময়ও মোটামুটি এক, বারোটা!! পুলিশ অফিসার যিনি তদন্ত করছিলেন, খুন হয়ে যান তিনিও। কে করছে এই খুন? এক জন না একাধিক? কি কারনে? পুলিশ অফিসার সৌনক কি পারবে অপরাধীকে ধরতে? রাজেশ দত্তের কলমে 'ঠিক বারোটা'
* গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য