প্রতিটি প্রাণী কে রক্ষা করতে প্রকৃতি তাদের দিয়ে থাকে কোনো না কোনো রক্ষা কবচ। পিতৃ-মাতৃহীন চোদ্দো বৎসরের বালিকা কুড়ানিকে বোধকরি সেই জন্যই সে দিয়েছিল অবাধ শিশুর সরলতা। কিন্তু কোন মহেন্দ্রক্ষণে যে বালিকার মৃগ শিশুর সরলতা সরে গিয়ে সে নিজেকে নতুন করে আবিষ্কার করে, বালিকার হৃদয় জেগে ওঠে নারীর প্রেম, সে কথা বোঝার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও বোধ করি নেই। কুড়ানির অপাপবিধ্য হৃদয়, প্রত্যাশাহীন অথচ তীব্র ভালোবাসা তাকে আমাদের চোখে করে তোলে অনন্য। কথকতা -র আজকের নিবেদন #রবীন্দ্রনাথ_ঠাকুরের ছোটগল্প #মাল্যদান।