শিরোনাম- মনহানী
কলমে- নাসিরা খাতুন
ভালোবেসে সারাজীবন আগলে রাখতে চেয়েছিলাম,
কিন্তু তুমিতো বোঝোইনি আসলে ভালোবাসা কাকে বলে?
ভালোবাসাটা আসলেই কী?
যদি বুঝতে তাহলে কখনো কাউকে,
মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিতেনা,
মিথ্যা স্বপ্ন কখনো কাউকে দেখানোর শাহস পেতেনা।
তোমার কাছে ভালোবাসা মানে ক্ষনিকের মোহ হতে পারে,
কিন্তু সবার কাছে নয়।
তাই আর যাই করো কখনো কাউকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিওনা।
কাউকে মিথ্যা স্বপ্ন দেখিওনা।
তোমার কাছে যেটা মজা মনে হয়,
অন্যের জন্য তা জীবনহানীও ঘটাতে পারে।
কিন্তু বর্তমানে জীবনহানীর থেকে মনহানী বেশি হয়,
মানে তোমার একটা মিথ্যার কারনে,
তোমার ঐ সাময়িক ক্ষনিকের মজার জন্য,
অনেকের জীবন থেকে জীবনের আসল মানেটাই হারিয়ে যায়,
ভুলে যায় সে জীবনের সুখ-শান্তি,শখ্-আহ্লাদ আসলেই কী!!