কালবেলা চলচ্চিত্রটি সারা দেশে ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবি অসমাপ্ত রেখেই মৃত্যুবরণ করেছিলেন পরিচালক সাইদুল আনাম টুটুল। অসমাপ্ত সেই কাজ সম্পন্ন করার দায়িত্ব গ্রহণ করেছিলেন তাঁর স্ত্রী মোবাশ্বেরা খানম। কীভাবে তিনি সেটা সম্পন্ন করলেন সেই কথাগুলিই জানালেন মোবাশ্বেরা খানম, যিনি এই মুভির প্রযোজকও। শুনুন তাঁর কথা এই অডিওতে।