সকালে এক অদ্ভুত মিষ্টতা রয়েছে। এ সময়টিতে, বিশেষ করে ফজরের নামাজের পর, কিছুক্ষণ স্থির হয়ে বসে আল্লাহকে স্মরণ করলে অন্তরে যে কেমন এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে পড়ে, তা ভাষায় বর্ননা করা কঠিন।
মাত্র ১০ মিনিটেরও কম সময়ে আমরা এমন কিছু সকালের আযকার (যিক্রসমূহ) তুলে ধরেছি, যা সুন্নতে প্রতিষ্ঠিত আছে। আজ থেকেই একটি নতুন নিয়ম করে ফেলা যাক – প্রতিদিন সকালে এই ভিডিওটির সাথে সাথে, এই যিক্রগুলো করা। কখনো চোখ বন্ধ করে, যিক্রের ধোনিতে হারিয়ে গিয়ে। কখনো অনুবাদের ওপর চোখ বুলাতে বুলাতে। আবার কখনো মুখস্ত করার জন্য বার বার শুনতে শুনতে।
যারা যিক্রগুলো একত্র পেতে চান, হিসনুল মুসলিম বইটির “সকাল ও সন্ধ্যার যিক্র” অধ্যায়টি দেখে নিতে পারেন (হিসনুল মুসলিম অ্যাপেও পাওয়া যায়)। এবং সকালের অভ্যাসটি পাকাপোক্ত হয়ে গেলে, প্রতিদিন সন্ধ্যায়ও একই যিক্রগুলো করতে পারেন (যদিও কয়েকটি যিক্রে শব্দগুলো খানিকটা ভিন্ন হবে – হিসনুল মুসলিমে বিস্তারিত রয়েছে)।
আজ থেকে প্রতিদিনের শুরুটা হোক প্রশান্তিময়, আল্লাহ্র স্মরণে, রাসুল (সঃ) এর অনুকরণে।
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/wordofpeace/support