বাংলায় লৌকিক দেব-দেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যাঁরা বিভূতিভূষণের লেখা পড়েছেন তাঁরা রঙ্কিণী দেবী, জ্বরাসুরের মতো এরকম অপদেবতারদের নাম শুনে থাকবেন। এছাড়াও কালু রায়, বনবিবি, ষষ্ঠীঠাকুর, পেঁচা-পেঁচি আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা। তাঁদের নেই কোনও পৌরাণিক ভিত্তি, অথচ বছরের পর বছর তাঁরা বাংলার মানুষের বিশ্বাস আর মননে বেঁচে রয়েছেন। আজ আমরা এমনি এক লৌকিক দেবতা নিশাচরকে নিয়ে কথা বলব এই পর্বে।
পর্বপাঠ- শঙ্খ,
মূল রচনা - মৃগাঙ্ক চক্রবর্তী,
স্ক্রিপ্ট ও পরিকল্পনা – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ,
কভার- শুচিস্মিতা
ভিএফএক্স - ইনভিজিবলম্যান।
#bengali #bengal #religionofbengal #বাংলা #বাঙালি #ধর্ম