‘দশ মাস দশ দিন সন্তান মায়ের গর্ভে থাকে এবং তারপর পৃথিবীর আলো দেখে বলে সন্তানকে মায়ের নাড়িছেঁড়া ধন বলে’- প্রাচীন এবং চিরসত্য উক্তি। মতান্তরের কোনও হেতু বা প্রয়োজন কেনোটাই নেই। শুধু আমার প্রশ্ন, সন্তান কি শুধু মায়ের গর্ভেই জন্ম নেয় নাকি প্রয়োজনমাফিক পিতৃগর্ভেও জন্ম নিতে পারে? এই রে.. পাগলের প্রলাপ ভেবে এক্ষুণি লেখাটা বন্ধ করবেন না প্লিজ। বরং একেই রবিবারের দিন তারপর লকডাউনের বাজার, ঘরে বসে বসে কত আর বোর হবেন! এক কাজ করুন না টুক করে বরং চিলেকোঠা থেকে মান্ধাতার আমলের পুরাণ -টুরাণগুলো একটু খুলে বসুন দেখি। এক্সাক্টলি ওই মান্ধাতার আমলটাই আগে খুলুন। বিস্তারিত পড়ুন : পিতৃগর্ভে সন্তানের জন্ম হয়ে আসছে সেই মান্ধাতার আমল থেকেই