রাখী পূর্ণিমা বা শ্রাবণ মাসের পূর্ণিমা। এই দিনে ভাইয়ের হাতে রাখী পরানোর সেলিব্রেশন চলে আসছে দেব, দানব, মানব এমনকী যক্ষদের মধ্যেও। পুরাণ বা ইতিহাসের ফেমাস ভাই-বোনদের মধ্যে যম-যমুনা, রাবণ-সুর্পণখা, দ্রৌপদী-কৃষ্ণ, জগন্নাথ-সুভদ্রা নামগুলো ভীষণ পরিচিত। কিন্তু আমাদের তো আবার একটু অফবিট স্টোরি খোঁজার নেশা। তাই চলুন ভাইয়ের হাতে রাখি পরানোর আগে আমরা বরং একবার ঘরে টাঙানো সন্তোষী মায়ের ছবিতে হ্যাপি বার্থডে টু ইউ বলে আসি। বিস্তারিত দেখুন - রাখী পুর্ণিমা ও সন্তোষী মাতা