A fresh settler attack on a mosque in the occupied West Bank has drawn sharp international condemnation and intensified scrutiny of Israel’s handling of rising violence in the territory. The arson and vandalism at Deir Istiya, which left Korans burned and hate-filled graffiti on the walls, comes amid warnings from the United Nations that such assaults risk fuelling a wider regional crisis. - অধীকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেটলারদের সাম্প্রতিক আক্রমণের পর তীব্র নিন্দা জানানো হয়েছে আন্তর্জাতিকভাবে। সেই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি নিয়ন্ত্রণে ইসরায়েলের ভূমিকা নিবিড়ভাবে খতিয়ে দেখাও হচ্ছে। দেইর ইসতিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদে সম্প্রতি অগ্নি-সংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং পবিত্র কুরআন শরীফও পোড়ানো হয়। এছাড়া, দেয়ালে ঘৃণাপূর্ণ গ্রাফিতি অঙ্কন করা হয়। এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছে যে, এ ধরনের আক্রমণের ফলে ব্যাপক পরিসরে আঞ্চলিক সঙ্কট ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।